দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় ঈদ উদযাপন

বেনার নিউজ
2019.06.05

ঢাকায় ঈদের জামাতে নামাজ পরার দৃশ্য। ঢাকা। ৫ জুন, ২০১৯। ছবি: মেঘ মনির, বেনার নিউজ

ম্যানিলায় ঈদের নামাজের একটি দৃশ্য। বার্নহাম পার্ক, ম্যানিলা, ফিলিপাইন ৫ জুন, ২০১৯। ছবি: জোজো রিনোজা, বেনার নিউজ

থাইল্যান্ডের পাতানি এলাকায় ঈদের নামাজ পড়ছেন মুসলমানরা। পাতানি, থাইল্যান্ড ৫ জুন, ২০১৯। ছবি: মরিয়ম, বেনার নিউজ

শিশুদের মাঝে অর্থ উপহার দিচ্ছেন একজন। নারাথিয়ট , থাইল্যান্ড ৫ জুন, ২০১৯। ছবি: মাতাহারি ইসমাইল, বেনার নিউজ।

একজন বাবা সেলফি তুলছেন তার সন্তানের সাথে। ঢাকা। ৫ জুন, ২০১৯। ছবি: মেঘ মনির, বেনার নিউজ

একজন ফিলিপিনো নারী ঐতিহ্যবাহী পোশাকে ম্যানিলার একটি পাবলিক পার্কে ঈদ উদযাপন করছেন। ম্যানিলা, জুন ৫, ২০১৯। লুইস লিওয়াং, বেনার নিউজ।

ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশে দুস্থদের দান করার উদ্দেশ্য চাল প্যাকেট করা হচ্ছে। ইন্দোনেশিয়া, জুন ২, ২০১৯। নুরদিন হাসান, বেনার নিউজ।

ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশের বাজারের মাংসের দোকান। ইন্দোনেশিয়া, জুন ২, ২০১৯। নুরদিন হাসান, বেনার নিউজ।

মালয়েশিয়ার একটি গ্রামে সেহরির জন্য মানুষকে জাগানোর চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া, জুন ২, ২০১৯। এস মাহফুজ, বেনার নিউজ।

নুর সায়ফিকা মুস্তাফা (২৯) ঈদ উপলক্ষ্যে বিশেষ সজ্জিত বাতি বিক্রি করছেন, মালয়েশিয়া, জুন ২, ২০১৯। এস মাহফুজ, বেনার নিউজ।

মালয়েশিয়ার একটি গ্রামে ঈদের ঐহিত্যবাহী রান্না চলছে । মালয়েশিয়া, জুন২, ২০১৯। এস মাহফুজ, বেনার নিউজ।

একমাস সিয়াম সাধনার পর, বিশ্বজুড়ে মুসলমানরা পালন করলেন ঈদ। বুধবার উৎসবের আমেজে মেতেছিলেন দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মুসলিম জনগোষ্ঠী।

ঈদ মানে ঈদের নামাজ, পরিবারের সাথে মিলিত হওয়া, সালামি, উপহার বিনিময় আর সুস্বাদু খাবারের সমারোহ ।

এই অঞ্চলের ঈদ পালন নিয়ে বেনার নিউজের স্লাইড শো।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।