প্রতিবেদন সমূহের আর্কাইভ
2016-07-12
দেশটির পুলিশ বলছে, সিঙ্গাপুরে গিয়েই এরা জঙ্গিবাদে জড়িয়েছে। তবে সাজাপ্রাপ্ত চার বাংলাদেশি সেখানে বৈধভাবেই কর্মরত ছিল।
2016-07-11
অভিযোগপত্রগুলো তদন্ত করে দেখা যায়, আসামিদের কয়েকজন প্রত্যেকটি খুনের সঙ্গে জড়িত ছিল।
2016-07-11
গুলশানের একটি রেস্তোরাঁয় হামলাকারীরা এই চ্যানেলটি দেখেই সন্ত্রাসে উদ্বুদ্ধ হয়েছিল, এরকম খবর প্রকাশ হওয়ার পরেই ‘পিস টিভি’র সম্প্রচার বন্ধে দিল্লিকে অনুরোধ জানায় ঢাকা।
2016-07-11
পরপর দুটি জঙ্গি হামলার প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা বাড়িয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এই মাত্রা ট্রাভেল অ্যালার্ট থেকে এখন ট্রাভেল ওয়ার্নিংয়ে উন্নীত হয়েছে।
2016-07-08
অর্থনীতিবিদদের মতে, এ ধরনের জঙ্গি হামলার ঘটনা ক্রমাগত ঘটতে থাকলে নিরাপত্তা শঙ্কা থেকে বাংলাদেশ ছাড়তে পারেন বিদেশিরা। ফলে বিনিয়োগ, রপ্তানি আয়, পর্যটনসহ সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
2016-07-08
একাধিক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শুক্রবার মারা যাওয়া শাওনকে আটক ‘জীবিত জঙ্গি’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। গুলশান হামলার রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় আটক করে পুলিশ।
2016-07-07
গতকালের ঘটনার পর মুফতি মাসউদ স্থানীয় সাংবাদিকদের বলেন, হামলার লক্ষ্য তিনিও হতে পারেন। এর আগে তাঁকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে।
2016-07-06
তবে পুলিশ নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ইন্টারনেটে ভিডিও প্রকাশ বা শেয়ারের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
2016-07-05
পুলিশ বন্দুকযুদ্ধে মারা যাওয়ার কথা বললেও রাশেদের পরিবার দাবি করেছে, নিহত দুজনকে কয়েকদিন আগে একসঙ্গে ধরে নেওয়া হয়েছিল। গতকাল বুধবার তাদের লাশ পাওয়া যায়।
2016-07-05
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছয় জঙ্গি নিহত হওয়ার কথা বলা হলেও পরবর্তিতে দেখা যায়, নিহতদের একজন ওই রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলাম।
2016-07-04
রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের নাগরিক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করেন অকারণে নিহত এসব ব্যক্তিদের।
2016-07-04
তথাকথিত সন্ত্রাসি গ্রুপ ইসলামিক স্টেটের দাবীকৃত হামলা পাঁচটি দেশের মানুষের উপর প্রভাব ফেলেছে।
2016-07-03
আইএস আছে, আইএস নেই—এই বিতর্কের মধ্যেই জঙ্গিরা গত শুক্রবার গুলশানের কূটনৈতিক এলাকার এক স্প্যানিশ রেস্তোরাঁয় আক্রমণ ও নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে নিজেদের শক্তি-সামর্থ্য ও আন্তর্জাতিক যোগাযোগের জানান দিয়েছে।
2016-07-02
প্রায় ১২ ঘণ্টার এই জিম্মি ঘটনায় ২০ দেশি–বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন।
2016-07-01
অস্ত্রধারীদের হামলার পর হলি আর্টিজান বেকারি নামে এই স্প্যানিশ রেস্তোরাঁয় বেশ কয়েকজন আটকা পড়েছেন। এদের মধ্যে সশস্ত্র হামলাকারি ও জিম্মি হওয়া নিরীহ লোকজন আছেন।